Ellos caminan (তারা হাঁটে) |
১. Weak/Regular: এরা কাল (Tense) ও Subject ভেদে নিয়মমাফিক রূপান্তরিত হয়। যেমন, Caminar (হাঁটা)।
২. Irregular/Strong: রূপান্তর একটু ব্যতিক্রমধর্মী। যেমন Tener (মালিকানায় থাকা, To Have)।
এখানে আমরা নিয়মিত (Regular) Verbগুলোর বর্তমান কালের রূপান্তর দেখবো।
স্প্যানিশ ভাষার নিয়মিত Verb সমূহের মৌলিক রূপ (Basic Form) সব সময় তিন রকম আলামতের যে কোনটি দিয়ে শেষ হবে। এগুলো হচ্ছে -ar, -er অথবা -ir। রূপান্তরের সময় এই অংশটুকু সরে গিয়ে বিভিন্ন বচন, লিঙ্গ ইত্যাদি অনুসারে পরিবর্তন হবে।
আমরা প্রথমে -ar যুক্ত ক্রিয়াগুলোর রূপান্তর দেখবো। এটা শিখে ফেললেই বাকি দুটোও হয়ে যাবে। তবে, পরে সেটাও বিস্তারিত দেখাবো, ইনশা'আল্লাহ।
Subject | -ar দিয়ে শেষ হওয়া ক্রিয়ার রূপ | উদাহরণ
(Verb = Caminar বা হাঁটা) |
অর্থ |
Yo (আমি) | -o | Yo camino | আমি হাঁটি |
nosotros/as (আমরা) | -amos | Nosotros caminamos | আমরা হাঁটি |
Tú (তুমি) | -as | Tú caminas | তুমি হাঁটো |
vosotros/as (তোমরা) | áis | Vosotros camin áis | তোমরা হাঁটো |
Usted (আপনি) | a | Usted camina | আপনি হাঁটেন |
Ustedes (আপনারা) | an | Ustedes caminan | আপনারা হাঁটেন। |
él/ella (সে) | a | él/ella camina | সে হাঁটে। |
ellos/ellas (তারা) | an | Ellos caminan | তারা হাঁটে। |
এটা যদি বুঝে থাকেন, তবে বাকি দুটোও আপনার শেখা হয়ে গেছে। ব্যতিক্রম সামান্য। সেটাসহ নিয়মটা বলে দিচ্ছি।
১. -er এর ক্ষেত্রে -ar মতই নিয়ম। পার্থক্য হলো, যেখানে 'a'ছিল, এখন সেখানে 'e' হবে। ব্যস! যেমন Comemos (আমরা খাই/খাচ্ছি)।
২. -ir ফরম্যাটটি মেনে চলবে -er এর প্যাটার্ন। যেমন Vivir মানে হল 'বাস করা'। তাহলে Usted vive (আপনি বাস করেন)। -er এর সাথে -ir এর ভিন্নতা দু' জায়গায়।
ক. Nostros -imos। emos নয়। যেমন Nosotros vivimos।
খ. Vosotros -ís। éis নয়।
নিচে একই সাথে তিনটাই দেখাচ্ছি এবার।
এবার দেখুন সম্পূর্ণ রূপান্তর।
Photo Credit: Culture Alley |
আশা করি, স্পষ্ট হয়েছে। না হলে কমেন্ট বক্স তো আছেই।
কৃতজ্ঞতায়ঃ Culture Alley।