বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

স্প্যানিশ ভাষায় Prepositions এর ব্যবহার

Mi carro está delante de la casa (
আমার গাড়ি বাড়ির সামনেই আছে) 
 এখানে স্প্যানিশ preposition গুলোর সংক্ষিপ্ত প্রয়োগ আলোচনা করবো। এদের ব্যবহার অনেকটাই ইংরেজির কাছকাছি। পাশাপাশি স্প্যানিশ ভাষায় Preposition সঠিকভাবে ব্যবহার করাটা কিছুটা সমস্যাকরও বটে। কিন্তু ব্যাপারটি মোটেই এমন নয় যে, আপনি শিখতে চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ হবেন। এখানে প্রধান প্রধান Preposition গুলোর প্রধান প্রধান ব্যবহার উল্লেখ করা হল।উচ্চারণে অসুবিধা মনে হলে এই পোস্ট দেখে আসুন
টেবিলঃ স্পানিশ Prepositions


Preposition বাংলা অর্থ উদাহরণ অর্থ
a To, at, by means of, দিকে, -তে/-য়, মাধ্যমে ১। Vamos a la ciudad
২. Vengo a las tres
৩. Viajamos a pie
আমরা শহরের দিকে যাচ্ছি
২. আমি ৩টায় আসছি।
৩. আমরা পায়ে হেঁটে ভ্রমণ করছি
antes de আগে, পূর্বে, before Leo antes de dormirme ঘুমানোর আগে আমি পড়ি
bajo Under, নিচে El perro está bajo la mesa কুকুরটা টেবিলের নিচে আছে ।
cerca de কাছে, near El perro está cerca de la mesa কুকুরটা টেবিলের কাছকাছি আছে।
con সাথে Voy con él আমি তার সাথে যাই/যাচ্ছি।
contra বিরুদ্ধে Estoy contra la huelga আমি হরতালের বিরুদ্ধে।
de এর, থেকে ১. El sombrero es hecho de papel
২. Soy de Bangladés
৩. Prefiero el carro de Muhámmad
১. টুপিটা কাগজের তৈরি
২. আমি (এসেছি) বাংলাদেশ থেকে।
৩. আমি মুহাম্মাদের গাড়িটা (অধিক) পছন্দ করি।
delante de সামনে Mi carro está delante de la casa আমার গাড়ি বাড়ির সামনেই আছে।
dentro de ভেতরে El perro está dentro de la jaula কুকুরটা কাঁচার ভেতরে আছে।
desde যাবত, থেকে, from , since No comí desde ayer আমি গতকাল থেকে খাইনি।
después de পরে Comemos después de la clase ক্লাস শেষে আমরা খাই।
detrás de পেছনে El perro está detrás de la mesa কুকুরটি টেবিলের পেছনে আছে।
durante সময়ে, চলাকালীন, during Dormimos durante la clase ক্লাসের সময়ে /ক্লাস চলাকালীন আমরা ঘুমালাম।
en তে, উপরে, এ, য় ১. Ella está en Daca
২. El gato está en la mesa
১. সে ঢাকা আছে।
২. বিড়ালটা টেবিলের উপরে আছে।
encima de ছাদে, উপরে El gato está encima de la casa. বিড়ালটা বাড়ির ছাদে আছে।
enfrente de সামনে El gato está enfrente de la mesa বিড়ালটা টেবিলের সামনে (বসে) আছে।
entre মধ্যে, মাঝে, between, among El gato está entre la mesa y el sofá বিড়ালটা সোফা ও টেবিলের মাঝে আছে।
fuera de বাহিরে El perro está fuera de la casa কুকুরটা বাড়ির বাহিরে আছে।
hacia দিকে, toward Caminamos hacia la escuela. আমরা স্কুলের দিকে হাঁটছি।
hasta পর্যন্ত, যতক্ষণ না, until Duermo hasta las cinco আমি পাঁচটা নাগাদ ঘুমাই।
para জন্যে, উদ্দেশ্যে El regalo es para usted. উপহারটা তোমার জন্যে।
por জন্য, দ্বারা Damos gracias por la comida. খাবার খাওয়ানোর জন্যে ধন্যবাদ দিচ্ছি।
según মতে, অনুসারে Según mi madre va a nevar. আমার মা বলছেন, তুষারপাত হতে যাচ্ছে।
sin ছাড়া, without Voy sin él. আমি তাকে ছাড়াই যাচ্ছি।
sobre ওপরে, সম্পর্কে, over, about ১. Se cayó sobre la silla.
২. Es un programa sobre el presidente.
১. সে চেয়ারের ওপর পড়ে গেল।
২. এটা হচ্ছে প্রেসিডেন্টকে নিয়ে একটা অনুষ্ঠান।
tras পেছনে, পরে Caminaban uno tras otro. ওরা একজনের পেছনে আরেকজন চলছিল।


সূত্রঃ ABout 

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে