আগের পোস্টে আমরা স্প্যানিশ ক্রিয়ার o থেকে ue তে রূপান্তরিত হবার নিয়ম দেখেছিলাম। আজ দেখবো, ২য় নিয়ম।
তবে, এটাও আপাতত বর্তমান কালের জন্যে প্রযোজ্য। অবশ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণও বটে।
নিয়মঃ e → ie
আপনাদের মনে থাকার কথা, স্প্যানিশ ভাষায় ক্রিয়া আছে তিন ধরণের যা চেনা যাবে তাদের লেজ দেখে। এখানে তিন রকমের তিনটি অনিয়মিত ক্রিয়া ও তুলনার জন্যে একটি নিয়মিত ক্রিয়ার রূপান্তর দেখাচ্ছি।
নিয়মিত ক্রিয়াঃ comer (খাওয়া)
অনিয়মিত ক্রিয়াঃ
cerrar = বন্ধ করা
entender = বুঝতে পারা
mentir = মিথ্যা বলা
নোটঃ nosotros ও vosotros এর ক্ষেত্রে নিয়মিত ক্রিয়ার মতোই রূপান্তর ঘটবে।
উদাহরণঃ
১। Nosotros cerramos la portezuela. (আমরা দরজা বন্ধ করি)
২। Ni tú ni nadie entienden lo que voy a hacer (তুমি বা কেউই বুঝতে পারছে না আমি কি করতে যাচ্ছি)
Ni tú ni nadie = তুমি বা অন্য কেউই না। এটা ইংরেজি Neither...nor এর মত।
৩। Nadie entiende (কেউই বুঝতে পারছে না)
৪। ¿tú mientes? (তুমি কি মিথ্যা বল?)
৫। Sí, ellas oyen, pero no entienden (হ্যাঁ, তারা শোনে বটে, কিন্তু বোঝে না)
৬। Ellos se entienden muy bien (তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো। আক্ষরিক অর্থ = তারা একে অপরেকে বেশ ভালোমতো বোঝে)
৭। Tú cierras la biblioteca (তুমি লাইব্রেরি বন্ধ কর। বাক্যটা নির্দেশসূচক নয়)
৮। Ella cierra la puerta ( সে দরজাটা বন্ধ করে)
৯। Tú cierras la ventana (তুমি জানালা বন্ধ করছো)
১০। Yo cierro el ojo (আমি চোখ বুজিঁ)
১১। Él miente a su familia (সে তার পরিবারের কাছে মিথ্যা বলে)
১২। Ellos mienten a sus amigos (তারা তাদের বন্ধুদের কাছে মিথ্যা বলে)
এবার দেখে নিই এই নিয়ম মেনে চলা প্রচলিত ক্রিয়াগুলোঃ
সূত্রঃ
[১] Vocabulix
[২] 123teachme
[৩] Studyspanish
তবে, এটাও আপাতত বর্তমান কালের জন্যে প্রযোজ্য। অবশ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণও বটে।
নিয়মঃ e → ie
আপনাদের মনে থাকার কথা, স্প্যানিশ ভাষায় ক্রিয়া আছে তিন ধরণের যা চেনা যাবে তাদের লেজ দেখে। এখানে তিন রকমের তিনটি অনিয়মিত ক্রিয়া ও তুলনার জন্যে একটি নিয়মিত ক্রিয়ার রূপান্তর দেখাচ্ছি।
নিয়মিত ক্রিয়াঃ comer (খাওয়া)
অনিয়মিত ক্রিয়াঃ
cerrar = বন্ধ করা
entender = বুঝতে পারা
mentir = মিথ্যা বলা
নোটঃ nosotros ও vosotros এর ক্ষেত্রে নিয়মিত ক্রিয়ার মতোই রূপান্তর ঘটবে।
কর্তা
|
অনিয়মিত ক্রিয়া (cerrar)
|
নিয়মিত ক্রিয়া (comer)
|
অনিয়মিত ক্রিয়া (entender)
|
অনিয়মিত ক্রিয়া (mentir)
|
yo (আমি)
|
cierro
|
como
|
entiendo
|
miento
|
nostros/as (আমরা)
|
cerramos
|
comemos
|
entendemos
|
mentimos
|
tú (তুমি)
|
cierras
|
comes
|
entiendes
|
mientes
|
vosotros/as (তোমরা)
|
cerráis
|
coméis
|
entendéis
|
mentis
|
usted (আপনি)
|
cierra
|
come
|
entiende
|
miente
|
ustedes (আপনারা)
|
cierran
|
comen
|
entienden
|
mienten
|
él/ella (সে)
|
cierra
|
come
|
entiende
|
miente
|
ellos/ellas (তারা)
|
cierran
|
comen
|
entienden
|
mienten
|
১। Nosotros cerramos la portezuela. (আমরা দরজা বন্ধ করি)
২। Ni tú ni nadie entienden lo que voy a hacer (তুমি বা কেউই বুঝতে পারছে না আমি কি করতে যাচ্ছি)
Ni tú ni nadie = তুমি বা অন্য কেউই না। এটা ইংরেজি Neither...nor এর মত।
৩। Nadie entiende (কেউই বুঝতে পারছে না)
৪। ¿tú mientes? (তুমি কি মিথ্যা বল?)
৫। Sí, ellas oyen, pero no entienden (হ্যাঁ, তারা শোনে বটে, কিন্তু বোঝে না)
৬। Ellos se entienden muy bien (তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো। আক্ষরিক অর্থ = তারা একে অপরেকে বেশ ভালোমতো বোঝে)
৭। Tú cierras la biblioteca (তুমি লাইব্রেরি বন্ধ কর। বাক্যটা নির্দেশসূচক নয়)
৮। Ella cierra la puerta ( সে দরজাটা বন্ধ করে)
৯। Tú cierras la ventana (তুমি জানালা বন্ধ করছো)
১০। Yo cierro el ojo (আমি চোখ বুজিঁ)
১১। Él miente a su familia (সে তার পরিবারের কাছে মিথ্যা বলে)
১২। Ellos mienten a sus amigos (তারা তাদের বন্ধুদের কাছে মিথ্যা বলে)
এবার দেখে নিই এই নিয়ম মেনে চলা প্রচলিত ক্রিয়াগুলোঃ
স্প্যানিশ ক্রিয়া | বাংলা | ইংরেজি |
acertar | অনুমান, ঠিক ঠিক বলা | to guess, get right |
encender | আলো জ্বালানো | to light, kindle |
advertir | উপদেশ দেওয়া, সতর্ক করা | to advise, warn |
entender | বুঝতে পারা | to understand |
cerrar | বন্ধ করা | to close, shut |
fregar | পরিষ্কার করা | to scrub, wash dishes |
comenzar | শুরু করা | to begin |
hervir | গরম করা | to boil |
confesar | স্বীকার করা | to confess |
mentir | মিথ্যা বলা | to lie |
consentir | রাজী হওয়া, অনুমতি দেওয়া | to consent |
negar | অস্বীকার করা | to deny |
convertir | রূপান্তর করা | to convert |
pensar (en) | ভাবা | to think about |
defender | আত্মরক্ষা করা, পক্ষ নেওয়া | to defend |
perder | হারা | to lose |
empezar | শুরু করা | to begin |
preferir | অধিক পছন্দ করা | to prefer |
সূত্রঃ
[১] Vocabulix
[২] 123teachme
[৩] Studyspanish