স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় অক্ষর একই রকম হলেও স্প্যানিশে কিছু অক্ষরের Accent থাকে। যেমন, á, é, í, ó, ú, ü, ñ। এছাড়াও স্প্যানিশ ভাষায় প্রশ্ন ও আশ্চর্য্যবোধক চিহ্ন লেখা হয় উলটো করে তথা এভাবে ¿, ¡।
এ নিয়মটা কাজ করবে উইন্ডোজের জন্যে। নতুন কোন কি-বোর্ড লাগবে না।
উপায়-১ঃ
যে কোন Vowel এর উপর Accent দিতে টাইপ করুন Ctrl + ‘। এবার টাইপ করুন অক্ষরটি। কেল্লাফতে!
যেমন, (ctrl + ' + a = á)
Ñ: টাইপ করুন Ctrl + ~ + n।
সমস্যাঃ এই কৌশলটি অফলাইনে ডকুমেন্ট লেখার সময় কাজ করবে। তবে, অনলাইনে কাজ নাও করতে পারে। সমস্যা নেই। নিচে দেখুন।
উপায়-২ঃ
এই কৌশল হল ASCII code দিয়ে। এটা অনলাইনে টাইপ করতেও কাজ করবে। কম্পিউটারের প্রত্যেকটি অক্ষরের একটি কোড আছে যা লিখতে হয় Alt বাটন দিয়ে। নিচে দেখানো হল, কোন অক্ষর কিভাবে লিখবেন।
á = Alt + 0225
é = Alt + 0233
í = Alt + 0237
ó = Alt + 0243
ú = Alt + 0250
ñ = Alt + 0241
ü = Alt + 0252
¡ = Alt + 0161
¿ = Alt + 0191
¡ এবং ¿ লেখার আরো সহজ উপায়ঃ
¿ = RightAlt+?
¡ = RightAlt+!
এবারে দেখে নিন বড় হাতের অক্ষরের কোডঃ
Á = ALT+0193
É = ALT+0201
Í = ALT+0205
Ó = ALT+0211
Ú = ALT+0218
Ñ = ALT+0209
Ü = ALT+0220
সতর্কবার্তাঃ এখানে উল্লেখিত সংখ্যাগুলো কি-বোর্ডের ডান পাশের নিউমেরিক বাটন দিয়ে লিখতে হবে। কি-বোর্ডের উপরের সারিতে থাকা বাটন দিয়ে কাজ হবে না।
কৃত্তজ্ঞতায়ঃ Spanish Dict ও Symbol Codes