সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

স্প্যানিশ ভাষার সর্বনামের তালিকা

¿Me llamó alguien? (কেউ কি আমাকে ফোন করেছিল?)
বিশেষ্যের বদলে আমরা সর্বনাম (pronouns ) ব্যবহার করে বাক্য ছোট করি। যেমন, রহিম ভালো ছেলে। সে নিয়মিত নামাজ পড়ে। বাংলায় যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি সর্বনাম আছে, তেমনি স্প্যানিশেও আছে অনেকগুলো।
স্প্যানিশের সর্বনামগুলো অনেকটা ইংরেজির মতই। তবে, পার্থক্য হল, অধিকাংশ স্প্যানিশ প্রোনাউনই লিঙ্গভেদে ভিন্ন যা ইংরেজিতে অল্প দেখা গেলেও বাংলায় দেখা যায় না। বাংলায় কিন্তু যে কোন শব্দকেই স্ত্রী বা পুংলিঙ্গ ধরতে হয় না। কিন্তু স্প্যানিশে বেশিরভাগ শব্দই হয় পুং  নয়ত স্ত্রী, আরবির মত।
নিম্নে সর্বনামের তালিকা দেওয়া হল। বিস্তারিত জানতে লিঙ্কগুলোতে ক্লিক করুন।
Subject pronoun  বা ব্যক্তিবাচক সর্বনামঃ
এরা কোন বাক্যের কর্তা বা Subject এর বদলে বসে।
    yo = আমি
    tú  = তুমি
    usted  = আপনি
    él, ella  = সে (পুং ও স্ত্রী)
    nosotros, nosotras = আমরা
    vosotros, vosotras = তোমরা
    ustedes= আপনারা
    ellos, ellas = তারা

Demonstrative pronoun বা নির্দেশসূচক সর্বনামঃ 
এগুলো দিয়ে কোন কিছুর দিকে নির্দেশ বা ইশারা করা হয়।
Singular masculine (একবচন পুং)
    éste = এটা
    ése = ওটা
    aquél = ওটা
Plural masculine (বহুবচনে পুং)
    éstos =এইগুলো
    ésos =ঐগুলো
    aquéllos =ঐগুলো
Singular feminine (একবচন স্ত্রী)
    ésta = এটা
    ésa = ওটা
    aquélla =ওটা
Plural feminine (বহু স্ত্রী)
    éstas = এইগুলো
    ésas = ঐগুলো
    aquéllas =ঐগুলো/ওরা

Verbal object pronoun ক্রিয়ার কর্মঃ  
এরা কোন ক্রিয়ার কর্ম বা Object হিসেবে বসে।
যেমন,  él (তাকে-পুং=him), ella (=তাকে-স্ত্রীher), me (আমাকে=me), ellos (তাদেরকে=them)

Reflexive pronoun বা আত্মবাচক সর্বনামঃ 
এক্ষেত্রে কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায়।
me (আমার নিজেকে=myself),
te (তোমার নিজেকে=yourself),
se (তাকে/তাদেরকে নিজেদের=himself, herself, themselves)

Prepositional object: 
এই সর্বনাম বসে Preposition এর পরে।
যেমন, mí (আমাকে=me)
ella (তাকে=her)
nosotros (আমাদেরকে=us)

Possessive pronoun :
mío, mía, míos, mías — (আমার=mine)
এই শব্দগুলোর কোনটি বসবে তা নির্ভর করবে 'আমার কী' আছে তার উপর। একটি পুরুষবাচক জিনিস থাকলে ১মটি, স্ত্রীবাচক জিনিস হলে ২য়টি, একাধিক পুরুষবাচক জিনিস থাকলে ৩য়টি ইত্যাদি।
তোমার = tuyo, tuya, tuyos, tuyas। প্রয়োগ উপরের মতই।
তার/তাদের/তোমার/এর = suyo, suya, suyos, suyas  । প্রয়োগ একই রকম।
আমাদের = nuestro, nuestra, nuestros, nuestras

Prepositional reflexive pronoun :
mi =  আমার নিজেকে
si = তার / এর নিজেকে/ তাদের নিজেদেরকে

Indefinite pronoun বা অনির্দিষ্ট সর্বনামঃ 
alguien = কেউ, যে কেউ
algo = কিছু
alguno, alguna, algunos, algunas = একটা, কিছু (ব্যক্তি/বস্তু)
cualquiera = যে কেউ
mucho, mucha, muchos, muchas = অনেক
nada = কিছুই না
nadie = কেউ না
ninguno, ninguna = কেউ না
otro, otra, otros, otras = আরেকটা, অন্যটা, অন্যগুলো
poco, poca, pocos, pocas = সামান্য, সামান্য কিছু, অল্প, অল্পসংখ্যক
todo, todos, todas =সবকিছু, সব, সবাই
uno, una, unos, unas = একটা, কিছু

Relative Pronouns বা সংযোগসূচক সর্বনামঃ 
que = যা, যেটা, যে, যাকে
quien, quienes = যে, যাকে
cuyo, cuya, cuyos, cuyas = যার
donde = যেখানে

Interrogative Pronouns বা প্রশ্নবোধক সর্বনামঃ 
quién, quiénes = কে, কাকে
qué = কী?
dónde = কোথায়?
cuándo = কখন ?
cuál, cuáles = কোনটা, কোনগুলো ?
cómo  = কেমন?
cuánto, cuánta, cuántos, cuántas = কত?

এগুলোর শুধু অর্থসহ তালিকা জানা যথেষ্ট নয়, প্রয়োগ জানতে হবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করুন।

সূত্রঃ
[১] অ্যাবাউট ডট কম
[]

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে