বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

স্প্যানিশ ভাষায় পারিবার সংক্রান্ত শব্দার্থ

padre = বাবা, madre = মা, hijo = ছেলে, hija = মেয়ে
এখানে পরিবার সংক্রান্ত গুরুত্বপূর্ণ শব্দগুলো দেওয়া হল। বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। এক্ষেত্রে মোটা অক্ষরে লেখা শব্দটিই হল সংশ্লিষ্ট শব্দের অর্থ। বাম পাশের কলামে স্প্যানিশ শব্দ দিয়ে মাঝখানে এক কলাম রেখে ৩য় কলামে বাংলা অর্থে দিলাম, যাতে সহজে চোখে না পড়ে এবং নিজেকে যাছাই করতে পারেন কয়টা শব্দ পারেন।
 স্প্যানিশ ভাষার উচ্চারণ তুলনামূলক বেশ সোজা। তবু, দরকার মনে করলে দেখে আসুন। 
টেবিলঃ পরিবার সংক্রান্ত স্প্যানিশ শব্দার্থ

স্প্যানিশ
উদাহরণ
বাংলা
padre
mi padre es profesor
আমার বাবা শিক্ষক
madre
mi madre es ama de casa
আমার মা গৃহিণী
hermano
tengo dos hermanos y una hermana
আমার দুইজন ভাই ও একজন বোন আছে
hermana

বোন
suegro

শ্বশুর
suegra

শাশুড়ি
cuñado

তালতো ভাই
cuñada

তালতো বোন
esposo/marido

স্বামী
esposa, mujer

স্ত্রী
abuelo
mi padre está muerto
আমার দাদা মৃত
abuela
mi madre está viva
আমার দাদী বেঁচে আছেন
bisabuelo

নানা/দাদার বাবা
bisabuela

নানী/দাদীর মা
hijo

ছেলে
hija

মেয়ে
nieto

নাতী
nieta

নাতনি
tío
tengo nueve tíos
আমার চাচা-চাচী ৯ জন
tía
mi tía es dentista
আমার চাচী দন্ত-চিকিৎসক
primo

চাচাতো/মামাতো ভাই
prima
mi prima está muerta
আমার চাচাত বোন মারা গেছে
sobrino


sobrina
mis sobrinas viven en chicago
আমার ভাগ্নী/ভাতিজী শিকাগোতে থাকে
padastro

সৎ-বাবা
madastra
mi madrastra vive en el estado de nueva york
আমার সৎ-মা নিউইয়র্ক রাজ্যে বাস করেন
hijastro

সৎ -ছেলে
hijastra

সৎ -মেয়ে
hermanastro

সৎ- ভাই
hermanastra

সৎ -বোন
novia

বর
novia

কনে
amigo

বন্ধু
amiga

বান্ধবী

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে