বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

স্প্যানিশ শব্দের gender নির্ণয় ও রূপান্তর

স্প্যানিশ ভাষায় Gender এর রূপান্তর পড়ে না থাকলে আগে পড়ে আসুন।
el planeta (গ্রহ)
নিয়ম-১ঃ যেসব স্প্যানিশ নাউন ব্যাঞ্জণবর্ণ দিয়ে শেষ হবে, সাধারণত,  তাদের শেষে -a যুক্ত করলে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। যেমন,
    el profesor (শিক্ষক, অধ্যাপক)
    la profesora

    el doctor (ডাক্তার)
    la doctora

    el señor (সেনিয়র = জনাব)
    la señora
নিয়ম-২ঃ কিছু Noun এর ক্ষেত্রে পুরুষ ও স্ত্রীলিঙ্গের জন্যে একই শব্দ ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে যথাক্রমে el ও la বসিয়ে লিঙ্গ আলাদা করা হয়। যেমন,
    el estudiante (ছাত্র)
    la estudiante (ছাত্রী)

    el pianista
    la pianista

    el artista
    la artista
নিয়ম-৩ঃ যেসব শব্দের শেষে -sión, -ción, -dad, -tad, -tud, -umbre থাকবে, এরা স্ত্রীলিঙ্গ। যেমন,
la televisión
la decisión
la conversación
la habitación
la ciudad
la universidad
la dificultad
la libertad
la actitud
la gratitud
la certidumbre
la muchedumbre

কিন্তু সাবধান!
নিয়ম-৪ঃ শেষে -a থাকলেও অনেক সময় পুরুষবাচক হতে পারে। ঘাবড়ানোর দরকার নেই। এদের সংখ্যা অল্প। 
el problema
el telegrama
el programa
el mapa
el sistema
el poema
el día
el tema
el clima
el idioma
el sofá
el planeta
 তবে, আরেকটি আশার আলো আছে।
নিয়ম-৫ঃ  -ma দিয়ে শেষ হওয়া অনেক শব্দই পুরুষবাচক। যেমন, উপরের ৮টি শব্দই -ma দিয়ে শেষ হয়েছে এবং তারা পুরুষবাচক।
el telegrama
el programa
el problema
el sistema
el poema
el idioma
el clima
el tema
তবে,  -ma দিয়ে শেষ হলেও স্ত্রীলিঙ্গ হতে পারে। যেমন, la cama and la pluma
নিয়ম-৬ঃ
মাত্র চারটি Noun আছে যারা -a দিয়ে শেষ হয়েও পুংলিঙ্গ। কষ্ট করে মনে রাখতে হবে। মাত্র চারটি। বেশি কি কঠিন?
el día
el mapa
el planeta
el sofá
নিয়ম-৭ঃ
কয়েকটি নাউন -o দিয়ে শেষ হয়ে স্ত্রীলিঙ্গ। যেমন la mano, la radio।

এই পাঠ ও আগের পাঠে যা শিখলাম তা একটু সামারি করে ফেলি, কেমন?
*  -o দিয়ে শেষ হওয়া অধিকাংশ নাউন পুংলিঙ্গ। 
* -a দিয়ে শেষ হওয়া অধিকাংশ নাউন স্ত্রীলিঙ্গ। 
* -sión, -ción, -dad, -tad, -tud, -umbre দিয়ে শেষ হলে স্ত্রীলিঙ্গ। 
সূত্রঃ  
[1] Study Spanish   
[২] e-spanyol.hu

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে