Algunos meses tienen 30 días (কোন কোন মাস হয় ৩০ দিনের) |
টেবিলঃ স্প্যানিশ বার মাস
স্প্যানিশ ভাষায় মাস | উচ্চারণ | ইংরেজি | বাংলা |
enero | এনেরো | January | জানুয়ারি |
febrero | ফেব্রেরো | February | ফেব্রুয়ারি |
marzo | মারথো | March | মার্চ |
abril | আব্রিল | April | এপ্রিল |
mayo | মায়ো | May | মে |
junio | হুনিও | June | জুন |
julio | হুলিও | July | জুলাই |
agosto | আগস্তো | August | আগস্ট |
septiembre, setiembre | সেপ্তিয়েমব্রে | Septembre | সেপ্টেম্বর |
octubre | অক্তুব্রে | Octobre | অক্টোবর |
noviembre | নভিয়েমব্রে | Novembre | নভেম্বর |
diciembre | দিসিয়েমব্রে | Decembre | ডিসেম্বর |
স্প্যানিশ ভাষায় মাসের নামগুলোকে পুরুষবাচক শব্দ ধরা হয়। তাই স্প্যানিশ মাসের আগে সব সময় নির্দিষ্ট আর্টিকেল হিসেবে en বসে। যেমন, el enero, el febrero ইত্যাদি। তবে, el সাধারণত শুধু নির্দিষ্ট তারিখ বলতে গেলেই সাধারণত যুক্ত করতে হয়।
উদাহরণঃ
Abril es el cuarto mes del año = এপ্রিল বছরের ৪র্থ মাস
Se celebra el 24 de octubre como Día de las Naciones Unidas = ২৪ অক্টোবর জাতিসঙ্ঘ দিবস হিসেবে পালিত হয়।
স্প্যানিশ ভাষায় তারিখ লেখার ফরম্যাটঃ
সাধারণত, el 1 de enero de 2000 বা ১ জানুয়ারি, ২০০০।
নোটঃ ১. স্প্যানিশ ভাষায় মাসের নাম বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় না।
২. স্প্যানিশ ভাষায় মাসকে বলে mes আর দিনকে dia।