বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

স্প্যানিশ Adjective কে Adverb এ রূপান্তরের নিয়ম

Anda cuidada = সে সতর্কতার সাথে হাঁটে

Adjective কাকে বলে?
আপনারা ইতোমধ্যে জানেন, কোন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যার মধ্যে থাকে তাকে Adjective বলে। যেমন, kindness বা দয়া পাওয়া যায় দয়ালু ব্যক্তির মধ্যে। তাই, দয়াল্য বা kind হল, Adjcetive। 
Adverb কাকে বলে?
সাধারণত 'কিভাবে' দ্বারা প্রশ্ন করলে আমরা Adverb পাব। যেমন সে আস্তে আস্তে হাঁটছে। He walks slowly। এখানে আস্তে আস্তে এবং slowly হচ্ছে Adverb। ইংরেজিতে বেশিরভাগ ক্ষেত্রে Adjective (বিশেষণ) এর শেষে '-ly' যুক্ত করে Adverb করা হয়। যেমন Slow থেকে Slowly।
স্প্যানিশ ভাষায় Adjective থেকে Adverb:
Adjective এর শেষে '-mente' যোগ করলে স্প্যানিশ শব্দটি Adverb হয়ে যাবে।
নোটঃ Adjective এর শেষ অক্ষর '-o' সরাসরি উপরের নিয়ম, আর '-a' থাকলে তাকেও '-o' বানিয়ে এরপর '-mente' যুক্ত করতে হবে।
টেবিলঃ
Adjective
বাংলা অর্থ
Adverb
feliz
সুখি
felizmente
fácil
সহজ
fácilmente
alegre
আনন্দিত
alegremente
nuevo
নতুন
nuevamente
rápido
দ্রুত
rápidamente
lento
ধীর
profesional
পেশাদার
profesionalmente
suave
কোমল
suevamente
reciente
সাম্প্রতিক
recientemente (সম্প্রতি)
cuidadoso
সতর্ক, যত্নবান
cuidadosamente or con cuidado
perfecto
নিখুঁত
perfectamente or con perfección
cariñoso
প্রেমময়
cariñosamente or con cariño

নোট-১ঃ  নিশ্চয়ি খেয়াল করেছেন, শেষের দিকে কিছু শব্দের ক্ষেত্রে আরেকটি বিকল্প দেওয়া আছে। আসলে, এটা ঐচ্ছিক কিন্তু ঝামেলা। শাব্দিকভাবে con অর্থ সাথে। তাই con cuidado অর্থ হয় যত্নের সাথে। এটা অর্থগতভাবে ঠিক আছে। কিন্তু করা জরুরী নয়।

নোট-২ঃ যখন একই বাক্যে একাধিক Adverb থাকবে, তখন -mente শুধু সর্বশেষ Adverb এর সাথে যোগ করতে হবে।

কিছু বাক্যঃ
১.    Habla lenta y claramente.
সে আস্তে ও স্পষ্টভাবে বলে।
২.     Anda cuidada, dolorosa y pacientemente.
সে সতর্কতার সাথে, কষ্ট করে, ধৈর্য ধরে হাঁটে।

সূত্রঃ
[১] অ্যাবাউট ডট কম 
[২] রকেট ল্যাঙ্গুয়েজ
[৩] Adverb এর একটি ভালো তালিকা: linguanaut.com
[৪] স্পিক সেভেন
[৫] স্টাডি স্প্যানিশ


আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে