el jardín (বাগান) |
পুংলিঙ্গ | অর্থ | স্ত্রীলিঙ্গ | অর্থ |
el chico | বালক | la chica | বালিকা |
el jardín | বাগান | la universidad | বিশ্ববিদ্যালয় |
el libro | বই | la revista | ম্যাগাজিন |
fear | ভয় | la libertad | মুক্তি, স্বাধীনতা |
প্রাণীর ক্ষেত্রে স্ত্রী, পুরুষ থাকা স্বাভাবিক মনে হলেও জড় বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা অদ্ভুত লাগে, তাই না। কিন্তু স্প্যানিশ ভাষায় এটাই সত্যি। যেমন বিশ্ববিদ্যালয় হল একটি নারীবাচক শব্দ।
বাংলা অথবা ইংরেজিতে কিন্তু সব শব্দের জন্যে স্ত্রী, পুরুষ আলাদা শব্দ নেই। অল্পম কিছু আছে। যেমন ছাত্র, ছাত্রী; পাত্র, পাত্রী ইত্যাদি। তবে, আরবীতে এ রকম আছে।
চেনার উপায়ঃ তাহলে, কিভাবে চিনবেন কোন স্প্যানিশ শব্দটি পুরুষ আর কোনটি স্ত্রীলিঙ্গ?
সাধারণত, পুরুষবাচক শব্দের শেষে -o এবং স্ত্রীবাচক শব্দের শেষে -a থাকে। অতএব আর্টিকেলও বসবে সেইভাবে। অর্থ্যাৎ, পুং ও স্ত্রী শব্দের আগে যথাক্রমে el ও la বসবে। যেমন, নিচের শব্দগুলো দেখুন।
el gato = বিড়াল
la gata = বিড়ালী
el perro = কুকুর
la perra = কুকুরী
el chico = বালক
la chica = বালিকা
el abuelo = দাদা / নানা
la abuela = দাদী/নানী
নোটঃ সাবধান! বস্তুর প্রকৃতি দেখে কখনও লিঙ্গ নির্ধারণের চেষ্টা করবেন না যেন। যেমন, অনুমান করে দেখুন নিচের শব্দগুলো কোন লিঙ্গের হতে পারে।
বই , বাড়ি, টাকা, জানালা
তাই, সাবধান থাকার উপায় হল, নতুন কোন Noun শেখার সময় এর নির্দিষ্ট আর্টিকেল el বা la জেনে নেওয়া।
স্প্যানিশ ভাষায় জেন্ডার চিনতে ও সঠিকভাবে ইউজ করতে পড়ুন এই পোস্ট।
সূত্রঃ study spanish