বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫

স্প্যানিশ ভাষার ব্যতিক্রমী Adverb সমূহ ও তাদের ব্যবহার

Duerme ahí = সে সেখানে ঘুমাচ্ছে
এতক্ষণে আপনাদের জানা হয়ে গেছে যে, স্প্যানিশ ভাষায় Adverb তৈরির নিয়ম হচ্ছে Adjective এর শেষে '-mente' যোগ করা। তবে, কিছু অ্যাডভার্ব আছে ব্যতিক্রম। এদের মধ্যে সময়, জায়গা ও তীব্রতা ইত্যাদি জ্ঞাপক Adverbরা। যেমন, অনেক (Very)।
টেবিলঃ
Adverb
বাংলা অর্থ
উদাহরণ
অর্থ
ahí
সেখানে
Duerme ahí
সে সেখানে ঘুমাচ্ছে
ahora
এখন
Come ahora
সে এখন খাচ্ছে
algo
কিছুটা
Está algo cansada
সে কিছুটা ক্লান্ত
allí
ওখানে
Duerme allí.
সে ওখানে ঘুমায়
aquí
এখানে
Edison durmió aquí.
এডিসন এখানে ঘুমাল
ayer
গতকাল
Trabajaba ayer.
সে গতকাল কাজ করছিল
bastante
কিছুটা, যথেষ্ট
Corre bastante mal.
সে কিছুটা খারাপ দৌড়ায়
bien
ভালো
Corres bien
তুমি ভালো দৌড়াও
demasiado
অতিরিক্ত , অতি
Come demasiado rápido.
সে অতিরিক্ত খায়
despacio
আস্তে
Anda despacio
সে আস্তে হাঁটে
mal
খারাপভাবে, শোচনীয়ভাবে
Corres mal.
তুমি খারাপ দৌড়াও
mañana
আগামীকাল
Trabajaré mañana
আমি আগামীকাল কাজ করব
no
না
No come.
সে খায় না
Nunca
কখনও না
Nunca trabaja
সে কখনও কাজ করে না
mucho
অনেক
Habla mucho.
সে প্রচুর কথা বলে।
muy
খুব
Estaba muy cansada.
সে খুব ক্লান্ত ছিল
poco
অল্প কিছু
Estudia poco. He studies a little.
সে অল্পই পড়ে,
nada
মোটেই না
Estudia nada
সে মোটেই পড়ে না
siempre
সর্বদা
Estudian siempre.
তারা সারাক্ষণ পড়ে
tan
কতই না
La vida es tan buena
জীবন অনেক সুন্দর
ya
এখনও, এখন
Viene ya
সে এখন আসছে

সূত্রঃ About

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে