স্প্যানিশ ভাষার শিক্ষার্থীদের জন্যে একটি সাময়িক হতাশার উপকরণ হচ্ছে অনিয়মিত ক্রিয়াগুলো (Irregular Verbs)। তবে, বিভিন্ন কৌশলে এবং অনুশীলনের মাধ্যমে এগুলোকে রপ্ত করা সহজ। আসলে, একটা কথা মানতেই হবে যে, কোন কিছুই সহজ নয়। আবার উল্টোটিও সত্য। অর্থ্যাৎ, কোন কিছুই কঠিন নয়। স্বাভাবিক অবস্থায় সব কিছুই কঠিন। কিন্তু, কৌশল ও অনুশীলন যে কোন কিছুকে আল্লাহর রহমতে সহজ করে তোলে।
আমরা জানি, নিয়মিত (Regular) হোক আর অনিয়মিত, স্প্যানিশ ভাষায় ক্রিয়া আছে তিন ধরণের যা চেনা যাবে তাদের লেজ দেখে। এরা সবসময় শেষ হবে, ar, er অথবা ir দিয়ে। যেমন, hablar (কথা বলা), comer (খাওয়া), viivir (বাস করা)। এই রূপগুলো হল, ক্রিয়ার মৌলিক রূপ যা আবার অসমাপিকা হিসেবেও ব্যবহৃত হয়।
আজকে দেখবো অনিয়মিত ক্রিয়াগুলো রপ্ত করার তিন কৌশলের প্রথম কৌশল। এটা হচ্ছে ক্রিয়ার o থেকে ue হবার কৌশল। শব্দের শেষাংশ থাকবে নিয়মিত ক্রিয়ার রূপান্তরের মতোই। পরিবর্তন শুধু উল্লেখিত অংশে।
কৌশলঃ o > ue
নিচের সারণিতে দুটি অনিয়মিত (contar এবং mover) ও একটি নিয়মিত ক্রিয়ার রূপান্তর দেখানো হল।
contar = গণনা করা, বর্ণনা করা
hablar = কথা বলা
mover = সরানো, নড়ানো (to move)
dormir = ঘুমানো
উল্লেখ্য, এগুলো শুধু সাধারণ বর্তমান কালের রূপান্তর। ধীরে ধীরে আমরা বাকিগুলোও দেখবো, ইনশা'আল্লাহ।
নোটঃ খেয়াল করুন, nosotros ও vosotros এর ক্ষেত্রে কোন পরিবর্তন নেই। নিয়মিত ক্রিয়ার মতোই স্বাভাবিকভাবে রূপান্তর হবে।
আচ্ছা, এবার বলুনতো 'তারা ঘুমায়', 'আমি ঘুমাই', 'সে কথা বলে' এগুলোর স্প্যানিশ কী হবে?
তালিকাঃ o > ue
এবারে, o থেকে ue রূপান্তরিত হওয়া কিছু উল্লেখযোগ্য ক্রিয়ার অর্থসহ তালিকা দিচ্ছি।
সূত্রঃ স্টাডি স্প্যানিশ
আমরা জানি, নিয়মিত (Regular) হোক আর অনিয়মিত, স্প্যানিশ ভাষায় ক্রিয়া আছে তিন ধরণের যা চেনা যাবে তাদের লেজ দেখে। এরা সবসময় শেষ হবে, ar, er অথবা ir দিয়ে। যেমন, hablar (কথা বলা), comer (খাওয়া), viivir (বাস করা)। এই রূপগুলো হল, ক্রিয়ার মৌলিক রূপ যা আবার অসমাপিকা হিসেবেও ব্যবহৃত হয়।
আজকে দেখবো অনিয়মিত ক্রিয়াগুলো রপ্ত করার তিন কৌশলের প্রথম কৌশল। এটা হচ্ছে ক্রিয়ার o থেকে ue হবার কৌশল। শব্দের শেষাংশ থাকবে নিয়মিত ক্রিয়ার রূপান্তরের মতোই। পরিবর্তন শুধু উল্লেখিত অংশে।
কৌশলঃ o > ue
নিচের সারণিতে দুটি অনিয়মিত (contar এবং mover) ও একটি নিয়মিত ক্রিয়ার রূপান্তর দেখানো হল।
contar = গণনা করা, বর্ণনা করা
hablar = কথা বলা
mover = সরানো, নড়ানো (to move)
dormir = ঘুমানো
উল্লেখ্য, এগুলো শুধু সাধারণ বর্তমান কালের রূপান্তর। ধীরে ধীরে আমরা বাকিগুলোও দেখবো, ইনশা'আল্লাহ।
কর্তা
|
অনিয়মিত ক্রিয়া (contar)
|
নিয়মিত ক্রিয়া (hablar)
|
অনিয়মিত ক্রিয়া (mover)
|
অনিয়মিত ক্রিয়া (dormir)
|
yo (আমি)
|
cuento
|
hablo
|
muevo
|
duermo
|
nostros/as (আমরা)
|
contamos
|
hablamos
|
movemos
|
dormimos
|
tú (তুমি)
|
cuentas
|
hablas
|
mueves
|
duermes
|
vosotros/as (তোমরা)
|
contáis
|
habláis
|
movéis
|
dormis
|
usted (আপনি)
|
cuenta
|
habla
|
mueve
|
duerme
|
ustedes (আপনারা)
|
cuentan
|
hablan
|
mueven
|
duermes
|
él/ella (সে)
|
cuenta
|
habla
|
mueve
|
duerme
|
ellos/ellas (তারা)
|
cuentan
|
hablan
|
mueven
|
duermes
|
নোটঃ খেয়াল করুন, nosotros ও vosotros এর ক্ষেত্রে কোন পরিবর্তন নেই। নিয়মিত ক্রিয়ার মতোই স্বাভাবিকভাবে রূপান্তর হবে।
আচ্ছা, এবার বলুনতো 'তারা ঘুমায়', 'আমি ঘুমাই', 'সে কথা বলে' এগুলোর স্প্যানিশ কী হবে?
তালিকাঃ o > ue
এবারে, o থেকে ue রূপান্তরিত হওয়া কিছু উল্লেখযোগ্য ক্রিয়ার অর্থসহ তালিকা দিচ্ছি।
স্প্যানিশ ক্রিয়া | বাংলা | ইংরেজি |
almorzar | দুপুরের খাবার খাওয়া | to eat lunch |
morir | মারা যাওয়া | to die |
aprobar | অনুমোদন করা | to approve |
mostrar | দেখানো | to show |
colgar | ঝুলানো | to hang |
mover | সরানো, নড়ানো | to move (an object) |
contar | গণনা করা, বর্ণনা দেওয়া | to count, to tell |
probar | প্রমাণ করা | to prove, test, sample, taste |
costar | দাম হওয়া | to cost |
recordar | মনে রাখা, মনে করা | To remmber |
devolver | ফিরিয়ে দেওয়া | To return (an object) |
resolver | সমাধান করা | To solve |
volver | ফিরে আসা | To return (dfrom somewhere) |
rogar | প্রার্থনা করা | To beg, pray |
dormir | ঘুমানো | To sleep |
sonar | বাজা, শব্দ হওয়া | To sound, ring |
encontrar | খুঁজে পাওয়া | To find |
soñar (con) | (কোন কিছু নিয়ে)স্বপ্ন দেখা | to dream (about) |
envolver | মোড়ানো | To wrap |
tostar | টোস্ট করা/ ছেঁকা | To toast |
morder | কামড়ানো | To bite |
volar | উড়া | To fly |
সূত্রঃ স্টাডি স্প্যানিশ