সোমবার, ২ মার্চ, ২০১৫

স্প্যানিশ ভাষার অনিয়মিত ক্রিয়ার রূপান্তরঃ পর্ব-১

স্প্যানিশ ভাষার শিক্ষার্থীদের জন্যে একটি সাময়িক হতাশার উপকরণ হচ্ছে অনিয়মিত ক্রিয়াগুলো (Irregular Verbs)। তবে, বিভিন্ন কৌশলে এবং অনুশীলনের মাধ্যমে এগুলোকে রপ্ত করা সহজ। আসলে, একটা কথা মানতেই হবে যে, কোন কিছুই সহজ নয়। আবার উল্টোটিও সত্য। অর্থ্যাৎ, কোন কিছুই কঠিন নয়। স্বাভাবিক অবস্থায় সব কিছুই কঠিন। কিন্তু, কৌশল ও অনুশীলন যে কোন কিছুকে আল্লাহর রহমতে সহজ করে তোলে।
 আমরা জানি, নিয়মিত (Regular) হোক আর অনিয়মিত, স্প্যানিশ ভাষায় ক্রিয়া আছে তিন ধরণের যা চেনা যাবে তাদের লেজ দেখে। এরা সবসময় শেষ হবে, ar, er অথবা ir দিয়ে। যেমন, hablar (কথা বলা), comer (খাওয়া), viivir (বাস করা)। এই রূপগুলো হল, ক্রিয়ার মৌলিক রূপ যা আবার অসমাপিকা হিসেবেও ব্যবহৃত হয়।
আজকে দেখবো অনিয়মিত ক্রিয়াগুলো রপ্ত করার তিন কৌশলের প্রথম কৌশল। এটা হচ্ছে ক্রিয়ার o থেকে ue হবার কৌশল। শব্দের শেষাংশ থাকবে নিয়মিত ক্রিয়ার রূপান্তরের মতোই। পরিবর্তন শুধু উল্লেখিত অংশে।
কৌশলঃ o > ue 
নিচের সারণিতে দুটি অনিয়মিত (contar এবং mover) ও একটি নিয়মিত ক্রিয়ার রূপান্তর দেখানো হল।
contar = গণনা করা, বর্ণনা করা
hablar = কথা বলা
mover = সরানো, নড়ানো (to move)
dormir =  ঘুমানো
উল্লেখ্য, এগুলো শুধু সাধারণ বর্তমান কালের রূপান্তর। ধীরে ধীরে আমরা বাকিগুলোও দেখবো, ইনশা'আল্লাহ।

কর্তা
অনিয়মিত ক্রিয়া (contar)
নিয়মিত ক্রিয়া (hablar)
অনিয়মিত ক্রিয়া (mover)
অনিয়মিত ক্রিয়া (dormir)
yo (আমি)
cuento
hablo
muevo
duermo
nostros/as (আমরা)
contamos
hablamos
movemos
dormimos
tú (তুমি)
cuentas
hablas
mueves
duermes
vosotros/as (তোমরা)
contáis
habláis
movéis
dormis
usted (আপনি)
cuenta
habla
mueve
duerme
ustedes (আপনারা)
cuentan
hablan
mueven
duermes
él/ella (সে)
cuenta
habla
mueve
duerme
ellos/ellas (তারা)
cuentan
hablan
mueven
duermes

নোটঃ খেয়াল করুন, nosotros ও vosotros এর ক্ষেত্রে কোন পরিবর্তন নেই। নিয়মিত ক্রিয়ার মতোই স্বাভাবিকভাবে রূপান্তর হবে।
আচ্ছা, এবার বলুনতো 'তারা ঘুমায়', 'আমি ঘুমাই', 'সে কথা বলে' এগুলোর স্প্যানিশ কী হবে?
তালিকাঃ o > ue
এবারে, o থেকে ue রূপান্তরিত হওয়া কিছু উল্লেখযোগ্য ক্রিয়ার অর্থসহ তালিকা দিচ্ছি।

স্প্যানিশ ক্রিয়া বাংলা ইংরেজি
almorzar দুপুরের খাবার খাওয়া to eat lunch
morir মারা যাওয়া to die
aprobar অনুমোদন করা to approve
mostrar দেখানো to show
colgar ঝুলানো to hang
mover সরানো, নড়ানো to move (an object)
contar গণনা করা, বর্ণনা দেওয়া to count, to tell
probar প্রমাণ করা to prove, test, sample, taste
costar দাম হওয়া to cost
recordar মনে রাখা, মনে করা To remmber
devolver ফিরিয়ে দেওয়া To return (an object)
resolver সমাধান করা To solve
volver ফিরে আসা To return (dfrom somewhere)
rogar প্রার্থনা করা To beg, pray
dormir ঘুমানো To sleep
sonar বাজা, শব্দ হওয়া To sound, ring
encontrar খুঁজে পাওয়া To find
soñar (con) (কোন কিছু নিয়ে)স্বপ্ন দেখা to dream (about)
envolver মোড়ানো To wrap
tostar টোস্ট করা/ ছেঁকা To toast
morder কামড়ানো To bite
volar উড়া To fly 

সূত্রঃ স্টাডি স্প্যানিশ 

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে