বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

স্প্যানিশ ভাষায় সপ্তাহের সাত দিন

Los musulmanes adoran alá = মুসলমানরা আল্লহর ইবাদত করে
চলুন, এবারে সপ্তাহেড় দিনগুলো জেনে নিই।
টেবিলঃ স্প্যানিশ ভাষায় সপ্তাহের সাত দিন
স্প্যানিশ বার
উচ্চারণ
বাংলা
sábado
সাবাদো
শনিবার
domingo
দোমিঙ্গো
রোববার
lunes
লুনেস
সোমবার
martes
মারতেস
মঙ্গলবার
miércoles
মিয়েরকোলেস
বুধবার
jueves
হুয়েবেস
বৃহস্পতিবার
viernes
বিয়েরনেস
শুক্রবার

নোট-১ঃ স্প্যানিশ ভাষায় ইংরেজির মত বারের নামগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় না।
নোট-২ঃ স্প্যানিশ ভাষায় সপ্তাহের বারগুলো সন পুংলিঙ্গ (Masculine)। অতএব, এদের আগে el আর্টিকেলটি বসবে। যেমন, el lunes।
নোট-৩ঃ 'আমি শনিবারে কাজ করি না' বাক্যের 'শনিবার' শব্দের এ-কারের জন্যে স্প্যানিশে কিছু যোগ করতে হবে না। কিন্তু আমরা ইংরেজিতে 'on' যোগ করি। যেমন, I work on mondays। কিন্তু স্প্যানিশে হবে No trabajo el lunes.।
আরো উদাহরণঃ
Hay una fiesta el miércoles.
বুধবারে একটি পারটি হবার কথা আছে।
Hay muchas fiestas los viernes.
শুক্রবারে অনেক পার্টি হয়।
নোট-৪ঃ স্প্যানিশ বারগুলোর বহুবচনের জন্যে শুধু তার আগের আর্টিকেল পরিবর্তন করতে হয়।
যেমন,
স্প্যানিশ বার
বহুবচন
el sábado
los sábado
el domingo
los domingo
el lunes
los lunes
el martes
los martes
el miércoles
los miércoles
el jueves
los jueves
el viernes
los viernes

আরো কিছু উদাহরণঃ
¿Qué día es hoy?
আজ কোন দিন (আজ কী বার?)
Hoy es lunes.
আজ সোমবার।
Mañana es martes.
আগামীকাল মঙ্গলবার
সূত্রঃ স্টাডি স্প্যানিশ

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে