বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫

স্প্যানিশ ser (to be) Verb এর প্রয়োগ

las hormigas son negras = পিঁপড়ারা কালো
ইংরেজিতে am, is , are, was, were ইত্যাদিকে বলা হয় to be Verb। আর স্প্যানিশে তার প্রতিনিধি আছে দুটি। একটি হল, ser। আরেকটি Estar। আমরা আপাতত ser এর বর্তমান কালের ব্যবহার দেখব।
বাংলায় এর অনুবাদ দরকার হয় না, ইংরেজিতে যেমন to be এর অনুবাদ বাংলায় করতে হয় না।
যেমন, I am a student কে আমরা বলি - আমি একজন ছাত্র। am এর অর্থ করা লাগে না।
To be এর মতই Subject ভেদে ser রূপ পরিবর্তন হয়। সেটাই দেখেন নিই্‌ চলুন।
বাংলা
ইংরেজি
স্প্যানিশ
আমি
I am
yo soy
তুমি
You are
eres
আপনি
You are (Formal)
usted es
সে
He/She is
él/ella es
আমরা
We are
nosotros/as somos
তোমরা
You all are
vosotros/as sois
আপনারা
You all (Formal) are
ustedes son
তারা
They are
ellos/ellas son

বিঃদ্রঃ অনেক সময় আমরা I am কে 'আমি হই' বলে থাকি। কিন্তু, আমার মনে হয় শিশুদের ছাড়া আর কাউকে এটা লিখানো হয় না।
নোটঃ বুঝতেই পারছেন, যথাক্রমে পুং ও স্ত্রীলিঙ্গের জন্যে él ও ella। এভাবেই অন্যগুলোও। 
নোট-২ঃ yo অর্থ হল 'আমি'। আর I am মানে yo soy। কিন্তু দেখুন, soy শব্দটি yo ছাড়া আর কারো সাথে নেই। তাই, অধিকাংশ ক্ষেত্রে yo অনুচ্চারিত থাকে। অর্থ্যাৎ soy মানেই I am। এই নিয়ম অন্য ক্ষেত্রেও প্রযোজ্য।
কিন্তু ধরুণ, es এর ব্যাপারটা। এটি él/ella/usted এর সাথে বস্তে পারে। তাই, Subject উল্লেখ করতে হয়। তবে, অনেক সময় বক্তব্যের প্রসঙ্গ থেকে Subject বোঝা গেলে Subject অনুল্লেখিত থাকে। যেমন, নিচের ১ম ও ৩য় উদাহরণ।
এবার কিছু উদাহরণঃ 

স্প্যানিশ
বাংলা
soy feliz.
আমি সুখি
eres argentino
তুমি আর্জেন্টিনিয়ান
es pablo
সে পল
ella es costarricense
সে (স্ত্রীলিঙ্গ) কোস্টারিকান
nosotros somos peruanos
আমরা পেরুভিয়ান।
vostros sois españoles
তোমরা স্প্যানিশ
ustedes son venezolanos
আপনারা ভেনেজুয়েলিয়ান
las hormigas son negras.
পিঁপড়ারা কালো

ভাবছেন, স্প্যানিশ ভাষায় ser থাকতে আবার একই কাজে Estar কেন?
উত্তর হচ্ছে ser ব্যবহৃত হয় স্থায়ী কিছু বোঝানোর জন্য আর Estar অস্থায়ী ও পরিবর্তনশীল কোন গুণ বোঝানোর জন্যে।
যেমন, es pablo মানে 'সে পল'। সে আমরণ পলই থাকবে। অন্য কেউ হয়ে যাবে না।
কিন্তু Estoy cansado = আমি ক্লান্ত। এর মানে এই না যে আমি আজীবন ক্লান্তই থাকবো।
আশা করি, অনেকটাই পরিষ্কার। আমরা পরে আরো জানবো, ইনশা'আল্লাহ।

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে