স্প্যানিশ ভাষায় সাতকে বলে siete |
উদাহরণ ও কিছু গুরুত্বপূর্ণ নোট নিচে দেখুন।
টেবিলঃ স্প্যানিশ সংখ্যা
স্প্যানিশ সংখ্যা
|
বাংলা অর্থ
|
স্প্যানিশ সংখ্যা
|
বাংলা অর্থ
|
uno
|
১
|
cuarenta
|
৪০
|
dos
|
২
|
cuarenta y uno
|
৪১
|
tres
|
৩
|
cuarenta y dos
|
৪২
|
cuatro
|
৪
|
cincuenta
|
৫০
|
cinco
|
৫
|
sesenta
|
৬০
|
seis
|
৬
|
setenta
|
৭০
|
siete
|
৭
|
ochenta
|
৮০
|
ocho
|
৮
|
noventa
|
৯০
|
nueve
|
৯
|
ciento (cien)
|
১০০
|
diez
|
১০
|
ciento uno
|
১০১
|
once
|
১১
|
ciento dos
|
১০২
|
doce
|
১২
|
ciento tres
|
১০৩
|
trece
|
১৩
|
ciento diez
|
১১০
|
catorce
|
১৪
|
ciento noventa y nueve
|
১৯৯
|
quince
|
১৫
|
doscientos
|
২০০
|
dieciséis
|
১৬
|
doscientos uno
|
২০১
|
diecisiete
|
১৭
|
doscientos
dos
|
২০২
|
dieciocho
|
১৮
|
doscientos
tres
|
২০৩
|
diecinueve
|
১৯
|
doscientos
cincuenta y uno
|
২৫১
|
veinte
|
২০
|
doscientos
cincuenta y dos
|
২৫২
|
veintiuno
|
২১
|
trescientos
|
৩০০
|
veintidós
|
২২
|
cuatrocientos
|
৪০০
|
veintitrés
|
২৩
|
quinientos
|
৫০০
|
veinticuatro
|
২৪
|
seiscientos
|
৬০০
|
veinticinco
|
২৫
|
setecientos
|
৭০০
|
veintiséis
|
২৬
|
ochocientos
|
৮০০
|
veintisiete
|
২৭
|
novecientos
|
৯০০
|
veintiocho
|
২৮
|
mil
|
১০০০
|
veintinueve
|
২৯
|
dos mil
|
২০০০
|
treinta
|
৩০
|
tres mil
|
৩০০০
|
treinta y uno
|
৩১
|
tres mil trescientos treinta y tres
|
৩৩৩৩
|
treinta y dos
|
৩২
|
un millón
|
১ মিলিয়ন/ ১০ লাখ
|
treinta y tres
|
৩৩
|
mil millones
|
১০০০ মিলিয়ন/ ১০০ কোটী/১ বিলিয়ন
|
নোটঃ ১. পুরুষবাচক শব্দের আগে uno রূপান্তরিত হয়ে হবে un আর স্ত্রীবাচক শব্দের আগে una।
উদাহরণঃ un lápiz = একটা পেন্সিল
una pluma = একটা কলম
cincuenta y un lápices = ৫১ টি পেন্সিল
নোটঃ ২. ঠিক ১০০ বলার সময় বলতে হবে cien। আর যখন বড় সংখ্যা আসবে, তখন বলতে হবে ciento আকারে। ব্যতিক্রম হল mil এর আগে আসলে।স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আবার doscientos হয়ে যাবে doscientas ।
উদাহরণঃ
cien lápices = ১০০ টি পেন্সিল
ciento tres lápices = ১০৩ টি পেন্সিল
cien mil lápices = ১ লাখ পেন্সিল (mil এর আগে আসায় cien বসেছে, ciento নয়)
doscientas casas = ২০০ টি বাড়ি (স্ত্রীলিঙ্গ বিধায়)
নোট ৩. স্প্যানিশ সংখ্যা লিখতে হয় ইংরেজির মতই। যেমন, 1,2, 3..। কিন্তু সাবধান! দশমিক আসলেই বিপত্তি! 1, 204 সংখ্যাটিকে যদি আপনি এক হাজার দুইশো চার বলেন, তবে মারাত্মক ভুল। এটা হল এক দশমিক ২০৪। স্প্যানিশ ও বাংলায় কমা এবং দশমিকের ব্যবহার উল্টো। মনে রাখবেন। ফ্রেঞ্চ ভাষায়ও স্প্যানিশের মত। তবে, মেক্সিকো, মধ্য আমেরিকা ও পুয়ের্তো রিকোতে স্প্যানিশ ব্যবহৃত হলে কমা ও দশমিকের ব্যবহার ইংরেজি/বাংলার মতই।