শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫

স্প্যানিশ অঙ্কবাচক সংখ্যাসমূহ

স্প্যানিশ ভাষায় সাতকে বলে siete
অঙ্কবাচক সংখ্যা বা Cardinal Number হল ১, ২, ৩ ...ইত্যাদি।
উদাহরণ ও কিছু গুরুত্বপূর্ণ নোট নিচে দেখুন। 
টেবিলঃ স্প্যানিশ সংখ্যা

স্প্যানিশ সংখ্যা
বাংলা অর্থ
স্প্যানিশ সংখ্যা
বাংলা অর্থ
uno
cuarenta
৪০
dos
cuarenta y uno
৪১
tres
cuarenta y dos
৪২
cuatro
cincuenta
৫০
cinco
sesenta
৬০
seis
setenta
৭০
siete
ochenta
৮০
ocho
noventa
৯০
nueve
ciento (cien)
১০০
diez
১০
ciento uno
১০১
once
১১
ciento dos
১০২
doce
১২
ciento tres
১০৩
trece
১৩
ciento diez
১১০
catorce
১৪
ciento noventa y nueve
১৯৯
quince
১৫
doscientos
২০০
dieciséis
১৬
doscientos uno
২০১
diecisiete
১৭
doscientos dos
২০২
dieciocho
১৮
doscientos tres
২০৩
diecinueve
১৯
doscientos cincuenta y uno
২৫১
veinte
২০
doscientos cincuenta y dos
২৫২
veintiuno
২১
trescientos
৩০০
veintidós
২২
cuatrocientos
৪০০
veintitrés
২৩
quinientos
৫০০
veinticuatro
২৪
seiscientos
৬০০
veinticinco
২৫
setecientos
৭০০
veintiséis
২৬
ochocientos
৮০০
veintisiete
২৭
novecientos
৯০০
veintiocho
২৮
mil
১০০০
veintinueve
২৯
dos mil
২০০০
treinta
৩০
tres mil
৩০০০
treinta y uno
৩১
tres mil trescientos treinta y tres
৩৩৩৩
treinta y dos
৩২
un millón
১ মিলিয়ন/ ১০ লাখ
treinta y tres
৩৩
mil millones
১০০০ মিলিয়ন/ ১০০ কোটী/১ বিলিয়ন


নোটঃ ১. পুরুষবাচক শব্দের আগে uno রূপান্তরিত হয়ে হবে un আর স্ত্রীবাচক শব্দের আগে una।
উদাহরণঃ un lápiz = একটা পেন্সিল
 una pluma = একটা কলম 
cincuenta y un lápices = ৫১ টি পেন্সিল
নোটঃ ২. ঠিক ১০০ বলার সময় বলতে হবে cien। আর যখন বড় সংখ্যা আসবে, তখন বলতে হবে ciento আকারে। ব্যতিক্রম হল mil এর আগে আসলে।স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আবার doscientos  হয়ে যাবে doscientas ।
উদাহরণঃ
cien lápices = ১০০ টি পেন্সিল
ciento tres lápices = ১০৩ টি পেন্সিল
cien mil lápices  = ১ লাখ পেন্সিল (mil এর আগে আসায় cien বসেছে, ciento নয়)
doscientas casas = ২০০ টি বাড়ি  (স্ত্রীলিঙ্গ বিধায়)
নোট ৩. স্প্যানিশ সংখ্যা লিখতে হয় ইংরেজির মতই। যেমন, 1,2, 3..। কিন্তু সাবধান! দশমিক আসলেই বিপত্তি! 1, 204 সংখ্যাটিকে যদি আপনি এক হাজার দুইশো চার বলেন, তবে মারাত্মক ভুল। এটা হল এক দশমিক ২০৪। স্প্যানিশ ও বাংলায় কমা এবং দশমিকের ব্যবহার উল্টো। মনে রাখবেন। ফ্রেঞ্চ ভাষায়ও স্প্যানিশের মত। তবে, মেক্সিকো, মধ্য আমেরিকা ও পুয়ের্তো রিকোতে স্প্যানিশ ব্যবহৃত হলে কমা ও দশমিকের ব্যবহার ইংরেজি/বাংলার মতই। 

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক, প্রকাশক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। লেখকের এই সাইটের সব লেখা এখানে । সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

সরাসরি ফেইসবুকে