শনিবার, ৭ মার্চ, ২০১৫

আগের পোস্টে আমরা স্প্যানিশ ক্রিয়ার o থেকে ue তে রূপান্তরিত হবার নিয়ম দেখেছিলাম। আজ দেখবো, ২য় নিয়ম।
তবে, এটাও আপাতত বর্তমান কালের জন্যে প্রযোজ্য। অবশ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণও বটে।
নিয়মঃ e → ie
আপনাদের মনে থাকার কথা, স্প্যানিশ ভাষায় ক্রিয়া আছে তিন ধরণের যা চেনা যাবে তাদের লেজ দেখে। এখানে তিন রকমের তিনটি অনিয়মিত ক্রিয়া ও তুলনার জন্যে একটি নিয়মিত ক্রিয়ার রূপান্তর দেখাচ্ছি। 
নিয়মিত ক্রিয়াঃ comer (খাওয়া)
অনিয়মিত ক্রিয়াঃ
cerrar = বন্ধ করা
entender = বুঝতে পারা
mentir = মিথ্যা বলা
নোটঃ nosotros ও vosotros এর ক্ষেত্রে নিয়মিত ক্রিয়ার মতোই রূপান্তর ঘটবে। 
কর্তা
অনিয়মিত ক্রিয়া (cerrar)
নিয়মিত ক্রিয়া (comer)
অনিয়মিত ক্রিয়া (entender)
অনিয়মিত ক্রিয়া (mentir)
yo (আমি)
cierro
como
entiendo
miento
nostros/as (আমরা)
cerramos
comemos
entendemos
mentimos
tú (তুমি)
cierras
comes
entiendes
mientes
vosotros/as (তোমরা)
cerráis
coméis
entendéis
mentis
usted (আপনি)
cierra
come
entiende
miente
ustedes (আপনারা)
cierran
comen
entienden
mienten
él/ella (সে)
cierra
come
entiende
miente
ellos/ellas (তারা)
cierran
comen
entienden
mienten
উদাহরণঃ
১। Nosotros cerramos la portezuela. (আমরা দরজা বন্ধ করি)
২। Ni tú ni nadie entienden lo que voy a hacer (তুমি বা কেউই বুঝতে পারছে না আমি কি করতে যাচ্ছি)
Ni tú ni nadie = তুমি বা অন্য কেউই না। এটা ইংরেজি Neither...nor এর মত।
৩। Nadie entiende (কেউই বুঝতে পারছে না)
৪। ¿tú mientes? (তুমি কি মিথ্যা বল?)
৫। Sí, ellas oyen, pero no entienden (হ্যাঁ, তারা শোনে বটে, কিন্তু বোঝে না)
৬। Ellos se entienden muy bien (তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো। আক্ষরিক অর্থ = তারা একে অপরেকে বেশ ভালোমতো বোঝে)
৭। Tú cierras la biblioteca (তুমি লাইব্রেরি বন্ধ কর। বাক্যটা নির্দেশসূচক নয়)
৮। Ella cierra la puerta ( সে দরজাটা বন্ধ করে)
৯। Tú cierras la ventana (তুমি জানালা বন্ধ করছো)
১০। Yo cierro el ojo (আমি চোখ বুজিঁ)
১১। Él miente a su familia (সে তার পরিবারের কাছে মিথ্যা বলে)
১২। Ellos mienten a sus amigos (তারা তাদের বন্ধুদের কাছে মিথ্যা বলে)
এবার দেখে নিই এই নিয়ম মেনে চলা প্রচলিত ক্রিয়াগুলোঃ
স্প্যানিশ ক্রিয়া বাংলা ইংরেজি
acertar অনুমান, ঠিক ঠিক বলা to guess, get right
encender আলো জ্বালানো to light, kindle
advertir উপদেশ দেওয়া, সতর্ক করা to advise, warn
entender বুঝতে পারা to understand
cerrar বন্ধ করা to close, shut
fregar পরিষ্কার করা to scrub, wash dishes
comenzar শুরু করা to begin
hervir গরম করা to boil
confesar স্বীকার করা to confess
mentir মিথ্যা বলা to lie
consentir রাজী হওয়া, অনুমতি দেওয়া to consent
negar অস্বীকার করা to deny
convertir রূপান্তর করা to convert
pensar (en) ভাবা to think about
defender আত্মরক্ষা করা, পক্ষ নেওয়া to defend
perder হারা to lose
empezar শুরু করা to begin
preferir অধিক পছন্দ করা to prefer

সূত্রঃ 
[১] Vocabulix
[২] 123teachme
[৩] Studyspanish
Category: articles

সোমবার, ২ মার্চ, ২০১৫

স্প্যানিশ ভাষার শিক্ষার্থীদের জন্যে একটি সাময়িক হতাশার উপকরণ হচ্ছে অনিয়মিত ক্রিয়াগুলো (Irregular Verbs)। তবে, বিভিন্ন কৌশলে এবং অনুশীলনের মাধ্যমে এগুলোকে রপ্ত করা সহজ। আসলে, একটা কথা মানতেই হবে যে, কোন কিছুই সহজ নয়। আবার উল্টোটিও সত্য। অর্থ্যাৎ, কোন কিছুই কঠিন নয়। স্বাভাবিক অবস্থায় সব কিছুই কঠিন। কিন্তু, কৌশল ও অনুশীলন যে কোন কিছুকে আল্লাহর রহমতে সহজ করে তোলে।
 আমরা জানি, নিয়মিত (Regular) হোক আর অনিয়মিত, স্প্যানিশ ভাষায় ক্রিয়া আছে তিন ধরণের যা চেনা যাবে তাদের লেজ দেখে। এরা সবসময় শেষ হবে, ar, er অথবা ir দিয়ে। যেমন, hablar (কথা বলা), comer (খাওয়া), viivir (বাস করা)। এই রূপগুলো হল, ক্রিয়ার মৌলিক রূপ যা আবার অসমাপিকা হিসেবেও ব্যবহৃত হয়।
আজকে দেখবো অনিয়মিত ক্রিয়াগুলো রপ্ত করার তিন কৌশলের প্রথম কৌশল। এটা হচ্ছে ক্রিয়ার o থেকে ue হবার কৌশল। শব্দের শেষাংশ থাকবে নিয়মিত ক্রিয়ার রূপান্তরের মতোই। পরিবর্তন শুধু উল্লেখিত অংশে।
কৌশলঃ o > ue 
নিচের সারণিতে দুটি অনিয়মিত (contar এবং mover) ও একটি নিয়মিত ক্রিয়ার রূপান্তর দেখানো হল।
contar = গণনা করা, বর্ণনা করা
hablar = কথা বলা
mover = সরানো, নড়ানো (to move)
dormir =  ঘুমানো
উল্লেখ্য, এগুলো শুধু সাধারণ বর্তমান কালের রূপান্তর। ধীরে ধীরে আমরা বাকিগুলোও দেখবো, ইনশা'আল্লাহ।

কর্তা
অনিয়মিত ক্রিয়া (contar)
নিয়মিত ক্রিয়া (hablar)
অনিয়মিত ক্রিয়া (mover)
অনিয়মিত ক্রিয়া (dormir)
yo (আমি)
cuento
hablo
muevo
duermo
nostros/as (আমরা)
contamos
hablamos
movemos
dormimos
tú (তুমি)
cuentas
hablas
mueves
duermes
vosotros/as (তোমরা)
contáis
habláis
movéis
dormis
usted (আপনি)
cuenta
habla
mueve
duerme
ustedes (আপনারা)
cuentan
hablan
mueven
duermes
él/ella (সে)
cuenta
habla
mueve
duerme
ellos/ellas (তারা)
cuentan
hablan
mueven
duermes

নোটঃ খেয়াল করুন, nosotros ও vosotros এর ক্ষেত্রে কোন পরিবর্তন নেই। নিয়মিত ক্রিয়ার মতোই স্বাভাবিকভাবে রূপান্তর হবে।
আচ্ছা, এবার বলুনতো 'তারা ঘুমায়', 'আমি ঘুমাই', 'সে কথা বলে' এগুলোর স্প্যানিশ কী হবে?
তালিকাঃ o > ue
এবারে, o থেকে ue রূপান্তরিত হওয়া কিছু উল্লেখযোগ্য ক্রিয়ার অর্থসহ তালিকা দিচ্ছি।

স্প্যানিশ ক্রিয়া বাংলা ইংরেজি
almorzar দুপুরের খাবার খাওয়া to eat lunch
morir মারা যাওয়া to die
aprobar অনুমোদন করা to approve
mostrar দেখানো to show
colgar ঝুলানো to hang
mover সরানো, নড়ানো to move (an object)
contar গণনা করা, বর্ণনা দেওয়া to count, to tell
probar প্রমাণ করা to prove, test, sample, taste
costar দাম হওয়া to cost
recordar মনে রাখা, মনে করা To remmber
devolver ফিরিয়ে দেওয়া To return (an object)
resolver সমাধান করা To solve
volver ফিরে আসা To return (dfrom somewhere)
rogar প্রার্থনা করা To beg, pray
dormir ঘুমানো To sleep
sonar বাজা, শব্দ হওয়া To sound, ring
encontrar খুঁজে পাওয়া To find
soñar (con) (কোন কিছু নিয়ে)স্বপ্ন দেখা to dream (about)
envolver মোড়ানো To wrap
tostar টোস্ট করা/ ছেঁকা To toast
morder কামড়ানো To bite
volar উড়া To fly 

সূত্রঃ স্টাডি স্প্যানিশ 
Category: articles

সরাসরি ফেইসবুকে